দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। শুক্রবার চাঁইবাসা ট্রেজারি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট।
তবে আপাতত জেলেই থাকতে হবে লালুপ্রসাদ যাদবকে। পশুখাদ্য দুর্নীতির সবক’টি মামলায় জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। আগামী ৯ নভেম্বর, বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল বেরনোর ঠিক এক দিন আগে, শেষ মামলাটির শুনানি রয়েছে।
তাতে যদি জামিন পেয়েও যান লালু, তত দিনে আর কিছুই করার থাকবে না। তাই তাঁকে ছাড়াই নির্বাচনে লড়তে হবে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কে।
একে একে সব মামলাতেই তিনি জামিন পাচ্ছেন কারণ, শাস্তির ৫০ শতাংশই তিনি জেলে কাটিয়েছেন। বিহার নির্বাচনের আগে লালুর মুক্তি না পাওয়া আরজেডির জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।