Sunday, April 14, 2024
খেলা

ওয়ানডের পর টি-টোয়েন্টি, ফের ‘ডাবল হ্যাটট্রিক’ করলেন লাসিথ মালিঙ্গা

ছবি : ট্যুইটার

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আরও একবার ‘ডাবল হ্যাটট্রিক’ উপহার দিলেন লঙ্কান পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। টানা চার বলে চার উইকেট। যাকে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক’। ক্যারিয়ারের শেষ সময়ে এসে ফিটনেস সমস্যায় ভুগছেন, পেটে মেদও জমেছে। তবে লাসিথ মালিঙ্গার ফর্ম যেন রয়ে গেছে আগের মতোই।

মালিঙ্গার এমন কীর্তি আগে ছিল ওয়ানডেতে। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মালিঙ্গা। তবে সেটা ছিল দুই ওভারে। শুক্রবার পাল্লেকেলেতে তৃতীয় টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়েছেন মালিঙ্গা এবং সেটা একই ওভারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে নামা কিউইদের ইনিংসে শুরুতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মালিঙ্গা। ইনিংসের মাত্র তখন তৃতীয় ওভার।

ওভারের তৃতীয় বলে কলিন মুনরোকে করেন বোল্ড, পরের বলে এলবিডব্লিউ রাদারফোর্ড, পঞ্চম ডেলিভারিতে কলিন ডি গ্র্যান্ডহোমকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন মালিঙ্গা। আর ওভারের শেষ বলে এলবিডব্লিউ করেন রস টেলরকে।

Leave a Reply

error: Content is protected !!