দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দোরগোড়ায় বিধানসভা ভোট। সেকথা মাথায় রেখে ইতিমধ্যেই তৃণমূল ও বিজেপি সমর্থকরা ফেসবুকে দলের রাজনৈতিক বিজ্ঞাপনে ২ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন। এ ছাড়া ৫৪ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে কুৎসামূলক প্রচারেও হাত লাগিয়েছে দুই দলেরই ফেসবুক সমর্থকরা। গত ২১ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকের বিজ্ঞাপন লাইব্রেরি থেকে বিজ্ঞাপনে এক লাখের ওপর খরচ করা এই ধরনের ১৫টি প্রধান পেজ ঘেঁটে উল্লেখিত তথ্য উঠে এসেছে।
দেখা যাচ্ছে, ২৭ লক্ষ তৃণমূল কর্মী সমর্থিত ‛বাংলার গর্ব মমতা’ পেজটি ইতিমধ্যেই বিজ্ঞাপনে ৯৯ লক্ষ ৩০ হাজার টাকা খরচ করেছে, খরচ হয়েছে আইপ্যাক (I-PAC) নামক সংস্থার হাত দিয়ে, যা তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোরের কোম্পানি। অভিষেক ব্যানার্জির প্রচারে ইতিমধ্যেই টিএমসি-র সরকারি ফেসবুক পেজ বিজ্ঞাপন বাবদ আরও ৭ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয় করেছে। ‛দৃষ্টিভঙ্গি’ নামে টিএমসি-র চালানো অন্য একটি ফেসবুক পেজও এই একই সময়ের মধ্যে ১ লক্ষ ৭৫ হাজার টাকা খরচ করেছে। সব মিলিয়ে খরচ হয়েছে ১ কোটি ৯ লক্ষ টাকা।
এদিকে বিজেপি গত ৯০ দিনে ফেসবুকে বিজ্ঞাপন বাবদ মাত্র ৭৩ লক্ষ টাকা খরচ করে উঠতে পেরেছে। তার মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে ‛আমার পরিবার বিজেপি পরিবার’ পেজটি (৩২ লক্ষ ৯০ হাজার) এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‛আর নয় অন্যায়’ (৩০ লক্ষ ৪০ হাজার) পেজটি। ‛মোদীপাড়া’ নামে অন্য একটি পেজ এবং রাজ্য বিজেপির সরকারি পেজেও দলীয় বিজ্ঞাপন প্রচার হয়েছে—খরচ যথাক্রমে ৪ লক্ষ ৭৫ হাজার এবং ৩ লক্ষ ৩৪ হাজার টাকা। তালিকার একদম শেষে রয়েছে বিজেপি-সমর্থক দুটি ফেসবুক পেজ, যার একটির নাম ‛চুপচাপ কমল ছাপ’ (যেটি খরচ করেছে ১ লক্ষ ২৭ হাজার টাকা) এবং অন্যটি সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের পেজ (যার খরচ ১ লক্ষ)।