দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট হলেও সবথেকে হাইপ্রোফাইল লড়াই হতে চলেছে বাংলায়।
কমিশন জানিয়েছে, তামিলনাড়ুতে এক দফায় ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কেরালায় এক দফায় ভোট হবে। আগামী ৬ এপ্রিল ভোট হবে। একটি উপনির্বাচন হবে। অসমে তিন দফায় ভোট হবে। প্রথম দফা : ২৭ মার্চ। দ্বিতীয় দফা : ১ এপ্রিল। তৃতীয় দফা : ৬ এপ্রিল। ভোটগণনা হবে ২ মে।
পশ্চিমবঙ্গে সাধারণ পর্যবেক্ষক : অজয় নায়েক (১৯৮৪ ব্যাচের ক্যাডার, অবসরপ্রাপ্ত, বিহারে নির্বাচনের দায়িত্বে ছিলেন)। পশ্চিমবঙ্গে শুধুমাত্র দু’জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক থাকছেন – বিবেক দুবে এবং মৃণালকান্তি দাস।