দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ লতা মঙ্গেশকরকে একটি বড় উপাধি দিয়ে সন্মানিত করতে চলেছে মোদী সরকার। জানা গিয়েছে, লতা মঙ্গেশকরকে এবার ‛ডটার অফ দ্য নেশন’ উপাধি দেওয়া হবে। এর আগে ‛ভারত রত্ন’ পুরস্কারে সন্মানিত হয়েছেন লতা লতা।
‛ডটার অফ দ্য নেশন’ উপাধি তাঁকে ভারতীয় সঙ্গীতে ৭০ বছরেরও বেশি সময় ধরে দেওয়া তাঁর অভূতপূর্ব অবদানের জন্য দেওয়া হবে। খবরে প্রকাশ, লতা মঙ্গেশকরকে এই উপাধি ওনার ৯০তম জন্মদিবসে (২৮ সেপ্টেম্বর) দেওয়া হতে পারে। লতা মঙ্গেশকর একমাত্র এমন এক জীবিত শিল্পি যার নামে পুরস্কার দেওয়া হয়।