Thursday, April 18, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আমফানে দূর্নীতি সহ পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে করিমপুরে বিক্ষোভ বামেদের

রেবাউল মন্ডল, দৈনিক সমাচার, নদিয়া : আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ, লকডাউনে কাজ হারানো সকল শ্রমিকের কাজ, পরিযায়ী শ্রমিকদের জব কার্ড দিয়ে ১০০দিনের কাজে নিযুক্তি, লকডাউন কালের তিন মাসের বিদ্যুত বিল মকুব করার দাবী সহ, দেশের রাষ্ট্রায়ত্ত কারখানা, রেল, কয়লা খনি বিক্রি এবং প্রতিনিয়ত ডিজেল-পেট্রোল-কেরোসিন-রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাল বামেরা।

শুক্রবার নদিয়ার করিমপুরে বিক্ষোভ মিছিল করে করিমপুর-১ বিডিওকে ডেপুটেশন দিল দলটির নেতা কর্মীরা। এদিন তাদের বিভিন্ন সহ গণসংগঠন গুলির যৌথ প্রচেষ্টায় সিপিআইএম করিমপুর এরিয়া কমিটির উদ্যোগে শিকারপুর সরকারপাড়া থেকে মিছিল শুরু হয়ে করিমপুর-১ বিডিও অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে দাবি তাদের।

বিক্ষোভ সভা চলাকালীন সিপিআইএম করিমপুর এরিয়া কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুল খানের নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধি দল বিডিও অনুপম চক্রবর্তীর নিকট দাবীগুলি তুলে ধরেন। সিপিআইএম নদীয়া জেলা কমিটির সদস্য নাদির হোসেন মণ্ডল জানান, সমস্ত অভিযোগ গুলি খতিয়ে দেখে বিডিও দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। আগামী দিনে প্রতিটি পঞ্চায়েতেও এই কর্মসূচী গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সন্দীপক ব্যানার্জী, প্রভাস মজুমদার, লিয়াকত হোসেন, সঞ্জীব বিশ্বাস প্রমুখ। অপরদিকে, সিটু তেহট্ট উত্তর আঞ্চলিক কমিটির উদ্যোগে নাজিরপুর বাজারেও এদিন একই দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!