Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বাম শাসিত কেরলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে করোনা রোগীকে ধর্ষণ! গ্ৰেফতার অ্যাম্বুল্যান্স চালক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা আবহেও চলছে নারকীয় ঘটনা। যৌন লালসার হাত থেকে রক্ষা পেলেন না করোনা রোগীও। বাম শাসিত কেরলে এক করোনা রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ধর্ষণ করার অভিযোগ উঠলো অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে।

জানা গেছে, ২৫ বছরের নউফল নামের ওই অ্যাম্বুলেন্স চালককে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবার দায়িত্বে ছিলেন। ইতিমধ্যে তাকে গ্ৰেফতার করেছে পুলিশ। তাকে তার দায়িত্ব থেকেও সরানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে দুই করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল নউফল নামে এক চালকের উপর। বৃদ্ধা রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসে ১৯ বছরের ওই রোগিনীকে অ্যাম্বুল্যান্সে তোলেন নউফল। এরপর কোভিড কেয়ার সেন্টারে না গিয়ে বিমানবন্দরের কাছে একটি ফাঁকা এলাকায় ওই রোগিনীকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্ত। পরে আক্রান্তকে কোভিড কেয়ার সেন্টারে ফেলে রেখে চম্পট দেয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার পরেই তাকে গ্ৰেফতার করে পুলিশ।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!