দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি শাসিত গোয়ায় গো-মাংসের অভাব দেখা দিয়েছে! এই চাহিদা পুরনে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বিজেপি শাষিত কর্ণাটক থেকে গো-মাংস আমদানি করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, কর্ণাটক সরকার কয়েকদিন আগেই গো-হত্যা নিষিদ্ধ ঘোষণা করেছে। এই খবর চাউর হতেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এই কি বিজেপির গোমাতা প্রেম? এরা ডান হাত দিয়ে গোরুর পূজো করবে আবার বাম হাত দিয়ে গোমাংস রফতানি করবে?
Tags:Goa