দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে রাজ্যে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার আগেই বাঁকুড়ার পুয়াবাগানে জাতীয় সড়কের উপর থাকা মূর্তিকে বিরসা মুন্ডার বলে দাবি করে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাল্যদানের কথা ঘোষণা করেছিল বিজেপি। গেরুয়া শিবিরকে মহল নেতৃত্ব জানান, মূর্তিটি বিরসা মুন্ডার নয়। এরপর ৫ নভেম্বর বিরসা মুন্ডার একটি ছবি ওই মূর্তির পাদদেশে রাখা হয়। তাতে মাল্যদান করেন অমিত শাহ। এরপরই মূর্তি নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।
রাজনৈতিক তরজার মধ্যেই নতুন করে বিরসা মুন্ডার মূর্তি তৈরির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বাঁকুড়ায়। বাঁকুড়ার পুয়াবাগান চত্বরেই বানানো হবে সেই বিশাল মূর্তি। গত সোমবার তার সংকল্প করা হয়েছে নারকেল ফাটিয়ে। আদিবাসীরাই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে মূর্তি স্থাপনের খরচ জোগাবেন বলে জানিয়েছেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির দাবি, পুয়াবাগানের এখনকার মূর্তি বিরসা মুন্ডারই। আর এই পরিস্থিতিতে বিরসা মুণ্ডাকে নিয়ে রাজনীতি করার অভিযোগে সরব হল আদিবাসী সমাজ। আর রাজনীতি বন্ধ না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা।
শাহের জেলা সফরের পরদিনই আদিবাসীদের সঙ্গে নিয়ে দুধ-গঙ্গাজল দিয়ে ওই জায়গার শুদ্ধকরণ করে তৃণমূল। এবিষয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, ‘এই মূর্তি বিরসা মুন্ডারই। এটা নিয়ে অহেতুক রাজনীতি করছে তৃণমূল।’