Saturday, April 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে, হুঁশিয়ারি বাবুলের, হিম্মত থাকলে করে দেখাক, পাল্টা কল্যাণের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে বাংলায়। একুশের ভোটের আগে হুঁশিয়ারি আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র। তিনি অভিযোগ করেছেন যেভাবে রাজ্যে শাসন করছে তৃণমূল সরকার তাতে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া উপায় নেই। হিংস্র সরকারকে থামানোর পথ সংবিধানে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিম্মত থাকলে বাংলায় রাষ্ট্রপতি শাসন করে দেখান।

পুলিসকে ব্যবহার করছেন শাসক দল। বিজেপির বিরুদ্ধে পুলিসকে ব্যবহার করা হচ্ছে। রাজ্যেক পুলিস মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টুইটে আক্রমণ শানিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এর আগে জগদীপ ধনখড়ও একই অভিযোগ করেছিলেন। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগও করেছিলেন তিনি। তারপরেই রাজ্যে হিংসার রাজনীতি চলছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

বাবুলের মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন বাবুলের এই বক্তব্য গুরুত্বহীন। তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে লাভ নেই। যদিও কংগ্রেসও বাবুলের কথায় সায় না দিলেও রাজ্যে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তাতে সম্মতি জানিয়েছেন। এমন শাসক দলের কারণেই সেটা ঘটেছে বলেও অভিযোগ করেছেন অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্যরাা।

 

Leave a Reply

error: Content is protected !!