Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে রামনাথ কোবিন্দকে চিঠি বিজেপির ১৮ সাংসদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসার ঘটনাকে বড় ইস্যু করে রাজ্যের শাসকদলকে চাপে রাখার কৌশল নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কে চিঠি দিচ্ছে রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদ। বিজেপির অভিযোগ, গত এক মাসে তাদের ৪০ জন কর্মী খুন হয়েছে। ৬০ হাজার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ১ লক্ষ সমর্থক ঘর ছাড়া। এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠাল কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার রাতে কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, “খুব শীঘ্রই রাষ্ট্রপতির কাছে যাবেন তাঁরা।” এদিকে, তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির কড়া সমালোচনা করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি পরামর্শ দিয়েছেন, গঠনমূলক বিরোধিতা করার জন্য। রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় পালটা বলেন, “বিজেপি গঠনমূলক বিরোধিতাই করবে। তবে এই নয় যে বিজেপির একের পর এক কর্মীকে খুন করা হবে।” রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বক্তব্য, “কুৎসা তৃণমূলই করে। শুভেন্দু অধিকারী কোনও কুৎসা কখনও করেননি।”

 

 

Leave a Reply

error: Content is protected !!