Friday, October 18, 2024
ফিচার নিউজরাজ্য

আজ থেকে শুরু হচ্ছে রেশন কার্ডে আধার যোগ, কিভাবে করবেন জেনে নিন

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ডে আধার নথিভুক্তিকরণের কাজ আজ থেকে শুরু করছে খাদ্য দফতর। প্রতিটি রেশন দোকান থেকেই রেশনের জিনিসপত্র নিতে গেলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আবশ্যক বলে জানিয়েছে খাদ্য দফতর৷ সপ্তাহে দু’দিন (মঙ্গল ও বুধবার) রেশন দোকানে ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস (ই-পস) যন্ত্রে এই নথিভুক্তিকরণের কাজ করা হবে। তাছাড়া খাদ্য দফতরের স্থানীয় অফিসে সোম থেকে শনিবার পর্যন্ত কাজের দিনগুলিতে নথিভুক্তিকরণ করা যাবে। নথিভুক্তিকরণের কাজ চলার জন্য সপ্তাহের ওই দু’দিন রেশন গ্রাহকদের কোনও খাদ্যসামগ্রী দেওয়া হবে না। রেশন দোকানে সোমবার সাপ্তাহিক ছুটি থাকে। আপাতত বুধ থেকে রবি, সপ্তাহের এই পাঁচদিন রেশনে খাদ্য সংগ্রহ করতে পারবেন রেশন গ্রাহকরা।

প্রায় ৯ কোটি মানুষের রেশন কার্ড-এর সঙ্গে আধার কার্ড সংযুক্তি প্রক্রিয়া চলবে। যে সমস্ত গ্রাহকদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাঁদের ওই রেশন কার্ডকে আধার কার্ড-এর সঙ্গে সংযোগ করতে হবে। খাদ্য দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেশন গ্রাহক তাঁর পরিবারের সব সদস্যের আধার নম্বর দিয়ে নথিভুক্তিকরণ করাতে পারবেন। পরিবারের একজন সদস্য সবার আধার কার্ড নিয়ে গিয়ে এই কাজ করাতে পারবেন। খাদ্যসামগ্রী নেওয়ার সময় নথিভুক্তদের আধার নম্বর ই-পস যন্ত্রে আঙুলের ছাপের মাধ্যমে যাচাই করা হবে। পরিবারের একজন সদস্য এসে আধার নম্বর যাচাই করে সবার বরাদ্দের খাদ্য সংগ্রহ করতে পারবেন। গ্রাহকের মোবাইল নম্বর যন্ত্রে নথিভুক্ত করা হবে। কারণ রেশন নেওয়ার সময় নথিভুক্ত মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি ই-পস যন্ত্রে দিতে হবে।

সপ্তাহে দু’দিন (মঙ্গল ও বুধবার) প্রতিটি রেশন দোকানে ইলেকট্রনিক্স পয়েন্ট অফ সেলস যন্ত্রের সাহায্যে এই নথিভুক্তিকরণ করা হবে৷

প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার অবধি খাদ্য দফতরের স্থানীয় অফিসগুলিতে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ করা যাবে৷

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, সব রেশন গ্রাহকের আধার নথিভুক্তিকরণ বড় কাজ। তাই কয়েক মাস সময় লাগবে। আধার নথিভুক্তিকরণের ব্যাপারে ফুড কমিশনার মনোজ আগরওয়াল যে নির্দেশিকা জারি করেছেন, তাতে এই কাজ কীভাবে হবে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে।

নীচে দেখুন সম্পূর্ণ স্টেপ গুলো –

  • প্রথমে সমস্ত ফ্যামিলি মেম্বার এবং ফ্যামিলি হেড (নিজের)-এর ফটো কপি সঙ্গে নেওয়া।
  • রেশন কার্ড সঙ্গে নেওয়া।
  • সঙ্গে একটি সচল ফোন নাম্বার নিয়ে যাবেন। যেটা আধার নাম্বারের সঙ্গে যুক্ত আছে।
  • খাদ্যসামগ্রী নেওয়ার সময় নথিভুক্তদের আধার নম্বর ই-পস যন্ত্রে আঙুলের ছাপের মাধ্যমে আপনার তথ্য যাচাই করা হবে।
  • আঙুলের ছাপ দেওয়া মাত্র মোবাইলে একটি মেসেজ (ওটিপি) আসবে । ঐ ওটিপি দিলে তবেই মিলবে রেশন।
  • এই ভাবে আপনার রেশন কার্ড-এর সঙ্গে আপনার আধার কার্ড সংযুক্তি হয়ে যাবে।

Leave a Reply

error: Content is protected !!