দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে ‛ভারতে সব কিছু ভালো আছে’ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আমেরিকায় হাউডি মোদী সমাবেশে দেশের বিভিন্ন ভাষায় একথা বলেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ‛আপনারা প্রশ্ন করেন, ‘হাউডি মোদী?’ আমি বলি, ‘ভারত মে সব আচ্ছা হ্যায়। সব চাঙ্গাসি। মজা মাছে! অন্তা বাগুম্বি। এল্লা চেন্না গ্রে। এল্লাম সওকিয়াম। সর্বছান চাল্লায়ে। সব খুব ভাল। সবু ভাল্লাছি।’
হ্যাঁ, হিন্দি, গুজরাতি, তামিল প্রভৃতির মধ্যে এদিন বাংলাতেও কথা বলেন মোদী। তিনি ভারতের ভাষা বৈচিত্র্যের কথা তুলে ধরে বলেন, “আমাদের উদার সংস্কৃতির পরিচয় হল আমাদের ভাষা। বহু বছর ধরে আমাদের দেশে বহু ভাষা, বহু বুলি সুখে সহাবস্থান করছে।
1 Comment