দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রায় সাড়ে সাত মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন। আজ ভোররাত থেকেই হাওড়া, শিয়ালদহ এবং খড়্গপুর ডিভিশনে শুরু হয়েছে রেল পরিষেবা। করোনাভাইরাস লকডাউন জারি হওয়ার পর বন্ধ হয়েছিল লোকাল ট্রেন পরিষেবা।
আজ থেকে শিয়ালদহ ডিভিশনে ৪১৩টি লোকাল ট্রেন চালানো হবে। হাওড়া ডিভিশনে চলবে ২০২টি ট্রেন। অফিস টাইমে ভিড়ের কথা মাথায় রেখে সকাল ৮ থেকে ১১টার মধ্যে চালানো হবে বেশি সংখ্যক ট্রেন। ট্রেন-কামরার ভিতর একটি আসন ছেড়ে বসার জন্য যাত্রীদের বলা হচ্ছে।
করোনা সুরক্ষাবিধির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক স্টেশনে। অধিকাংশ জায়গাতে যাত্রীরাও সুরক্ষাবিধি মেনে চলছেন। রেল সফর করত গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। টিকিটের লাইনেও দূরত্ববিধির বিষয়টি নজরদারি করছে পুলিশ।