দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামিকাল রবিবার থেকেই ৩০ মে পর্যন্ত রাজ্যে লকডাউন। আগামিকাল থেকে এক পক্ষকাল অর্থাত্ ১৫ দিন সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল। কাল থেকে মেট্রো রেল, বাস ও ফেরি চলাচল বন্ধ থাকবে। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। ব্যাঙ্কিং পরিষেবা চলবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত।’ আগামী ১৫ দিন রাজ্যে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এক নজরে দেখে নিন বিধিনিষেধ –
১) সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২) বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি খোলা থাকবে।
৩) শপিং, মল, বাজার, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে।
৪) সকাল ৭ টা থেকে সকাল ১০ টা মুদিখানা, রুটি, ডিম, মাংস, দুধের দোকান খোলা থাকবে। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মিষ্টির দোকান খোলা থাকবে। ওষুধের দোকান, চশমার দোকান সাধারণভাবে খোলা থাকবে।
৫) সব মেট্রো, লোকাল ট্রেন, ফেরি চলাচল বন্ধ থাকবে। ট্যাক্সি, অটো বন্ধ থাকবে। শুধু জরুরি পরিষেবা সংক্রান্ত পরিবহনে ছাড় মিলবে।
৬) ব্যাঙ্ক খোলা থাকবে। তবে সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত কাজ চলবে।
৭) রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক – সবরকম জমায়েতে নিষেধাজ্ঞা।
৮) চা বাগানে ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। জুটমিলে কর্মী উপস্থিতি সর্বাধিক ৩০ শতাংশে বেঁধে রাখা হচ্ছে।
৯) রাত ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত বাড়ির বাইরে সবরকম গতিবিধিতে নিষেধাজ্ঞা থাকবে।