Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

শবে বরাতেও বাড়িতেই থাকুন! মুসলিমদের প্রতি আবেদন নাখোদা মসজিদ ও ফুরফুরা শরিফের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামী ৯ এপ্রিল শবে বরাত। সেই উপলক্ষে লকডাউনের বিধি মেনে বাড়ি থেকে প্রার্থনা করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানাল নাখোদা মসজিদ ও ফুরফুরা শরিফ। আবেদনে বলা হয়েছে, বাড়ির বাইরে গিয়ে নয়, প্রার্থনা করুন ঘর থেকেই।

নাখোদার ইমাম সফিক কাশেমির কথায়, ‛লকডাউন চলায় সারা দেশ তথা রাজ্যে দূষণ অনেক কমেছে। অনেকেই শরিয়ত বিধি অমান্য করে প্রতি বছর ওই রাতে বোমা-বাজি ফাটান। এটা অনুচিত। এতে দূষণও বাড়বে।’ এ বিষয়ে পুলিশকেও সতর্ক থাকতে আবেদন জানান তিনি।

নাখোদা মসজিদের ট্রাস্টি নাসের ইব্রাহিম একটি নোটিসের মাধ্যমে সকলের কাছে আবেদন জানিয়ে বলেন, ‛করোনা মোকাবিলায় আমাদের সকলকে ভীষণ সতর্ক থাকতে হবে। শবে বরাতে বাড়িতেই নামাজ পড়ুন, কোরআন পাঠ করুন। ওই রাতে কোনওভাবেই বাইরে বেরোবেন না। কবরস্থানে ভিড় করবেন না।’

বিধি মেনে রীতি পালনের ডাক দিয়েছেন ফুরফুরা শরিফের মুখ্য নির্দেশক ত্বহা সিদ্দিকি। তাঁর কথায়, ‛ওই রাতে কেউ ফুরফুরা দরবার শরিফে আসবেন না। বাড়ি থেকে প্রার্থনা করুন।’

এদিকে রেড রোডে ঈদের নামাজের ইমাম ফজলুর রহমান বলেন, ‛লকডাউনের পর থেকে বাড়িতেই নামাজ পড়ছি। শবে বরাতের রাতেও তাই করব। আপনারাও বাড়িতে নামাজ পড়ুন।’

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইসারত আলি মোল্লা বলেন, ‛এখন লকডাউন চলছে। সকলকে বিধি মেনে ওই রাতে বাড়ি থেকেই প্রার্থনা করতে আবেদন করছি।’

Leave a Reply

error: Content is protected !!