নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক এক বিবৃতিতে মুখ্যমন্ত্রীর ঘোষিত আগামী ২ আগস্ট অর্থাৎ ঈদ-উল-আযহার পরের দিন লকডাউন প্রত্যাহার করার জন্য আর্জি জানিয়েছেন।
মাওলানা আব্দুর রফিক বলেন, ‛ঈদ-উল-আযহা মুসলিম সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবে মুসলিমরা আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানী করে থাকেন। কলকাতা সহ রাজ্যের সর্বত্র ঈদ-উল-আযহার দিন বাদেও পরের দুই দিন বহু মুসলিম কুরবানী করে থাকেন। তাই ২ আগস্ট সম্পূর্ণ লকডাউন থাকলে বহু মুসলিম পশু কুরবানী করার ক্ষেত্রে চরমভাবে অসুবিধার সম্মুখীন হবেন।’
তিনি আরও বলেন, ‛এছাড়াও ঈদ-উল-আযহার পরের দিন বিভিন্ন প্রয়োজনীয় কাজ থাকে এই জন্য লকডাউন থাকলে বহু মানুষ সমস্যার মধ্যে পড়বেন। এই বিবেচনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর কাছে আমার আর্জি ঈদের পরের দিন লকডাউন প্রত্যাহার করা হোক। প্রয়োজনে এর পরিবর্তে অন্য যেকোনও দিন সম্পূর্ণ লকডাউন করা হোক।’