দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলায় লকডাউন বাড়ল এই মাসের শেষ পর্যন্ত। আজ, সোমবার নবান্নের সভাঘরে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহের শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছিল, ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। কিন্তু সব বন্ধ থাকবে না। বরং এ বার ধাপে ধাপে তালা খুলবে। যাকে বলা হয়েছে, ‘আনলক ফেজ ১’।
প্রথম ধাপে সেই তালা খোলার পর্বে ৮ জুন থেকে সমস্ত রেস্তোরাঁ, শপিংমল, ধর্মস্থান খোলা যাবে বলে জানানো হয়েছিল। সে মতোই আজ থেকে এ রাজ্যেও খুলে গেছে অনেক শপিং মল ও রেস্তরাঁ।