দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায়। তবে করোনার প্রকোপ ও লকডাউন সবকিছুই ওলটপালট করে দিয়েছে। তবে আজ থেকে ফের মাধ্যমিকের ফল প্রকাশের তোড়জোড় শুরু করে দিল মধ্যশিক্ষা পর্ষদ।
ইতিমধ্যেই দুই দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফলপ্রকাশের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করে দেওয়া হয়েছে। ওইসব জেলার প্রধান পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহ শুরু করল পর্ষদ। প্রায় ৬ লক্ষ নম্বর জমা পড়ল আজ।
আগামিকাল সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা থেকে নম্বর সংগ্রহ করা হবে। নম্বর সংগ্রহ হয়ে গেলে ফল প্রকাশ প্রক্রিয়া করার কাজ অনেকটাই তাড়াতাড়ি করা যাবে বলে আশা। উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা।
Support Free & Independent Journalism