দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটের ফলের গতিপ্রকৃতি এখন স্পষ্ট।। হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দলই। সংখ্যাগরিষ্ঠতা হারালেও সবেচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপিই।আসন কমলেও মহারাষ্ট্রে জোটসঙ্গী শিবসেনাকে নিয়ে সরকার গড়ছে বিজেপি।
মহারাষ্ট্র : মোট আসন ২৮৮
বিজেপি + শিবসেনা – ১৫৯
কংগ্রেস + এনসিপি – ১০০
অন্যান্য – ২৯
হরিয়ানা : মোট আসন ৯০
কংগ্রেস – ৩১
বিজেপি – ৪০
জেজেপি – ১০
অন্যান্য – ০৯
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন