Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

নাগরিকত্ব বিলের প্রতিবাদ, চাকরি ছাড়লেন মহারাষ্ট্র পুলিশের আইজি আব্দুর রহমান

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোশ্যাল সাইটের বাইরেও প্রতিবাদ করা যায়, তা প্রমাণ করে দিলেন মহারাষ্ট্র পুলিশের আইজি আব্দুর রহমান। নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হওয়ার প্রতিবাদে একটি ট্যুইট করেন রহমান। নিজের ট্যুইটে এই আইপিএস অফিসার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি চাকরি থেকে ইস্তফা দিচ্ছেন।

ট্যুইট করে নাগরিকত্ব সংশোধনী বিলকে সরাসরি অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী বলে তোপ দেগেছেন আব্দুর রহমান। তাঁর কথায়, ‛আমরা দেখেছি অসমে এনআরসি করে কী হয়েছে। ভয়াবহ পরিস্থিতি। ১৯ লক্ষ মানুষ রাতারাতি রাষ্ট্রীয় পরিচয়হীন হয়ে পড়েছেন।’ আব্দুর রহমানের বক্তব্য, শুধুমাত্র মুসলমানদের নিশানা করেই এই বিল আনা হয়েছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

গত ২১ বছর ধরে মহারাষ্ট্র প্রশাসনের একাধিক পদে ছিলেন এই পুলিশ কর্তা। একটি বইও রয়েছে তাঁর। তাঁর লেখা বইতে তিনি লিখেছেন, সাচার কমিটি ও রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্টের পরও এদেশে মুসলিম নাগরিকদের উপর কী ভাবে বঞ্চনা চলেছে। এই পুলিশ কর্তার কথায়, যে বিল আনা হয়েছে তাতে শুধুমাত্র মুসলমানদেরই নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!