Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ব্রেকিং : রাজ্যে ২১ তারিখ থেকে খুলছে সব দোকান, খুলবে হেয়ার কাটিং সেলুনও

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২১ তারিখ থেকে সব বড় দোকান খুলবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এফেক্টেড জোন ছাড়া সর্বত্র ২১ তারিখ থেকে বড় দোকানগুলি খুলবে। হোটেল খুলবে। তবে রেস্তরাঁ এখনই খুলছে না।

পাশাপাশি খুলবে হেয়ার কাটিং সেলুন ও বিউটি পার্লারও। তবে করোনা সতর্কতায় বেশকিছু নিয়ম মেনে চলার কথা বলেন মুখ্যমন্ত্রী। একজনের কাঁচি, ব্লেড অন্যজোনকে ব্যবহার করা যাবে না। একজনের শরীরে ব্যবহারের পর সেগুলি স্টেরিলাইজ করে নিতে হবে। কীভাবে স্যানিটাইজেশন করতে হবে, তার গাইডলাইন প্রকাশ করা হবে।

 

দোকানদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। প্রতিদিন দোকান স্যানিটাইজ করা বাধ্যতামূলক। একইসঙ্গে ২১ তারিখ থেকে আন্তঃজেলা বাস চলবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দোকান, হকার্স মার্কেট, বাসের পাশাপাশি অটো চালুর কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। ২৭ তারিখের পর থেকে অটো চলবে বলে জানান তিনি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!