Sunday, December 22, 2024
রাজ্য

রাজ্যপাল জগদীপ ধনকড়কে ভাইফোঁটা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়কে ভাইফোঁটা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বার্তা দিয়ে ইতিমধ্যেই রাজভবনে নিমন্ত্রণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক বছর দিদি হিসেবে তৃণমূল নেতাদের ঘটা করে ফোঁটা দেন মমতা। এবার সেই তালিকায় যোগ হচ্ছে রাজ্যপালের নামও।

রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যে আসার পর থেকেই শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে চলছে সংঘাত। গত বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে বাদানুবাদ লেগে রয়েছে। রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় নিয়মিত রাজ্যপালের অভিযোগের জবাব দিয়েছেন। আর তাতে আরও ব্যথিত হয়েছেন বলে দাবি করেছেন রাজ্যপাল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!