Friday, November 22, 2024
Latest Newsরাজ্য

হঠাৎ রাজনীতি ছাড়ার কথা মমতার মুখে!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে গরু পাচার, কয়লা কাণ্ড নিয়ে তৃণমূল নেতারা দাবি করেছেন, “প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি”। বুধবার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিহিংসা না প্রকাশ্যে হিংসা! আমি আগেই বলেছিলাম আমি সমাজ সেবা করতে রাজনীতিতে এসেছিলাম। এই রকম নোংরা রাজনীতি দেখলে আগেই রাজনীতি ছেড়ে দিতাম।”

তিনি বলেন, “কয়লা কার? গোরু কার? সব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে। যদি আমাদের সাহায্য চায় বলুন সাহায্য করব। কখনও উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি হয়ে গাড়ি আসছে। সব তদন্ত হোক। ১১ বছর হল ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে খবর নিয়ে দেখুন।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না। আমরা কারও খাই না, কারও পরি না। জেনে বুঝে কারও ক্ষতি করিনি। রক্তপাতে আমার ভয়। মশা মারতেও ভয় পাই। আমাদের অপমান করা হচ্ছে।”

 

Leave a Reply

error: Content is protected !!