Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

সবজিওয়ালাদের আটকাবেন না, কৃষকদের চাষ করতে দিতে হবে – নির্দেশ মুখ্যমন্ত্রীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে রাজ্যে যাতে সবজিওয়ালা ও চাষিদের কোনও সমস্যা না হয়, তার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, অনেক জায়গায় সবজিওয়ালাদের বাধা দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে, কিছু পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার এই বাধা দিচ্ছে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, সবজিওয়ালা বা সবজি বহণ করে যে মুটেরা তাঁদের আটকানো যাবে না।

অন্যদিকে চাষিরা যাতে বিনা বাধায় চাষ করতে পারেন সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, চাষিরা মাঠে এক একর জমিতে বড় জোর দু’জন বা তিনজন কাজ করেন। তার মানে ওঁরা অনেক দূরে দূরে থাকেন। এতে কোনও সমস্যা নেই। ওঁদের কাজ করতে দিতে হবে।

Leave a Reply

error: Content is protected !!