Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

দেশের সম্পদ বেচতে পারেন না, মোদীকে তোপ মমতার

কলকাতা, ২৬ আগস্ট: রেল, জাতীয় সড়ক, বিদ্যুৎ, পরিবহণ, তেল-গ্যাস, বন্দরের মতো পরিকাঠামোকে ব্যবসায়িক ভাবে ব্যবহারের জন্য বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে মোদী সরকার। তার বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারের যুক্তি, বিক্রি করে দেওয়ার বদলে বেসরকারি হাতে দেওয়ার ফলে অব্যবহৃত সরকারি সম্পত্তিগুলির ব্যবহার যেমন হবে, তেমনই আয় বাড়বে সরকারের। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এটা মোদীর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) নয়, দেশের সম্পদ। মোদী দেশ এবং মানুষের সম্পদ এ ভাবে বিক্রি করতে পারেন না। এটা বিজেপি দলের বিষয় নয়। এটা দেশের স্বার্থ। আমরা স্তম্ভিত। এটা দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত। শুধু আমি নয়, আমাদের গোটা দেশ আমার সঙ্গে এর বিরুদ্ধে ধিক্কার জানাতে যোগ দিয়েছে।”

 

Leave a Reply

error: Content is protected !!