দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সাংবাদিকদের কোভিডযোদ্ধা হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রত্যেক সাংবাদিককে কোভিডযোদ্ধা হিসেবে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলনের পর তৃণমূল ভবনে জয়ী বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফাপত্র জমা দেবেন। তবে তার আগেই দুপুরেই এই ঘোষণা মমতার।
মুখ্যমন্ত্রী বলেন, “দলের সিদ্ধান্ত নেওয়ার আগে আমার যত সাংবাদিক বন্ধুরা আছেন, তাঁদের আমি কোভিড যোদ্ধা ঘোষণা করছি। আপনারা জানেন, যাঁরা করোনার বিরুদ্ধে লড়ছেন তাঁরা প্রত্যেকেই কোভিডযোদ্ধা। করোনায় অনেক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাঁদের কোভিড যোদ্ধা ঘোষণা করা হয়নি। আমরা অবশ্য সাংবাদিকদের অনেকভাবেই হেল্প করি। আমাদের সবকিছুই আছে। তবে যাওয়ার আগে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলেছিলাম, কোভিডের বিরুদ্ধে মোকাবিলা আমার প্রথম প্রায়োরিটি। আর সাংবাদিকদের প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তাই সমস্ত সাংবাদিকদের কোভিডযোদ্ধা ঘোষণা করছি। মুখ্যসচিবকে বলছি বিষয়টি নোট করে নিতে।” এরপরই মুখ্যমন্ত্রী জানান, যে সাংবাদিকরা সরকারি অনুমোদন প্রাপ্ত নন, তাঁদের বিষয়টিও পরে আলোচনা করে দেখে নেওয়া হবে।