দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা পরিস্থিতিতে বৃহস্পতিবার একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়াতে নয়া প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘প্রচেষ্টা’ নামে এই প্রকল্পে অসংগঠিত শ্রমিকদের এক হাজার টাকা করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল থেকে ১৫ মে-র মধ্যে অসংগঠিত শ্রমিকরা সাহায্যের আবেদন জানাতে পারবেন। তবে পরিবারের এক জনই আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, যে সমস্ত শ্রমিকরা ইতিমধ্যেই অন্য কোনও সরকারি প্রকল্প যেমন বিধবাভাতা, বার্ধক্যভাতা পেয়ে থাকেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।
এছাড়া, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রাজ্য সরকারের তরফে যে ভাতা দেওয়া হয়, তারাও এই প্রকল্পের আওতায় নন। কোথায় আবেদন করবেন? জেলাগুলির ক্ষেত্রে প্রকল্পের আওতায় যাঁরা পড়েন, তাঁরা আবেদনপত্রটি জেলাশাসকের কাছে জমা করতে পারবেন। জেলাগুলিতে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনপত্রটি খতিয়ে দেখবেন।
আবেদনকারীরা এই প্রকল্পে টাকার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, সেব্যাপারে বিডিও ও এসডিওর থেকে খোঁজখবর নেবেন। কলকাতা পুরসভার ক্ষেত্রে কমিশনারের কাছে আবেদনপত্র জমা করা যাবে। এরপর আবেদনের ভিত্তিতে টাকা দেওয়া হবে। কলকাতা পুরসভা এলাকাগুলিতে আবেদনপত্র খতিয়ে দেখবেন কেএমসি-র কমিশনার। আবেদনের সত্যতা যাচাইয়ের পরই টাকা দেওয়া হবে।
Support Free & Independent Journalism