দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া দাবি করেন, বারাণসী থেকে লড়াই করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে আসন থেকে গত দুই লোকসভা ভোটে জিতেছেন খোদ মোদী। গতবারের নির্বাচনে প্রায় ৯০,০০০ ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন। সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে বিজেপি জানিয়ে দিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলনেত্রী চাইলে বারাণসী থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ভোটের লড়াইয়ে তিনি স্বাগত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ট্যুইটের জবাবে জানাল বিজেপি। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের তরফে এ-ও জানিয়ে দেওয়া হয়, তেমনটা হলে, মমতার নামে কখনই ‘বহিরাগত’ তকমা সেঁটে দেওয়া হবে না।
গোটা ঘটনার সূত্রপাত গতকাল। গতকাল ছিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। আর গতকালে ভোটের সকলের নজর ছিল নন্দীগ্রামে। এই আসনে জোর টক্কর চলছিল মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর একদা সহযোগী শুভেন্দু অধিকারীর মধ্যে।