Thursday, March 28, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপির ‘আচ্ছে দিন’ এর ফলে পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া, অর্থনীতি রসাতলে: অভিষেক

সাকিব হাসান, দৈনিক সমাচার, বারুইপুর : বিজেপির ‘আচ্ছে দিন’ এর ফলে পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া, অর্থনীতি রসাতলে, নির্বাচনী জনসভা মোদী সরকারের বিরুদ্ধে এমনটাই আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। আজ দঃ ২8 পরগনা জেলার কুলতলী বিধান সভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মন্ডল এর সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী জনসভা করেন। উক্ত সভায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে থাকেন।

এদিন তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপির ‘আচ্ছে দিন’-এর ফলে আজ পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া, দেশের অর্থনীতি রসাতলে, বেকারত্ব চরমে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নাগরিকদের ওপর কোনও অতিরিক্ত করের বোঝা চাপাননি, উল্টে বিনামূল্যে দিয়েছেন খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বহিরাগত নেতাদের কাছে আত্মসমর্পণ করবেন না, তাই নারী নিপীড়নকারী বিজেপি দলের নেতাদের গাত্রদাহ। কিন্তু বিজেপি নেতারা বুঝে নিন – বাংলার উন্নয়নে, অগ্রগতিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। আজ কুলতলি বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গনেশ চন্দ্র মন্ডল এর সমর্থনে আয়োজিত অভিষেক বন্দোপাধ্যায়ের নির্বাচনী জনসভায় অগণিত মানুষের উপস্থিতিতে সেই রায় আরও স্পষ্ট।

 

Leave a Reply

error: Content is protected !!