Friday, April 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ইয়াসের জেরে বাঁধ ভেঙেছে ১৩৪ টি, তিন দপ্তরের ওপর তদন্তের নির্দেশ ক্ষুব্ধ মমতার, নিশানায় কি দলত্যাগীরা?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের জেরে রাজ্যে প্রচুর বাঁধ ভেঙেছে। মোট ১৩৪ টি বাঁধ ভেঙেছে বলে জানান মুখ্যমন্ত্রী। কী করে এত বাঁধ ভাঙল প্রশ্ন মমতার। তিনি বলেন, এত টাকা খরচ করে বাঁধ তৈরি করা হল, আর সব ভেঙে গেল? হয় কী করে? পাশাপাশি বন ও পরিবেশ দপ্তরকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোটি কোটি টাকা খরচ করে ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল। সেই ম্যানগ্রোভের কী হল?

প্রসঙ্গত, ভোটের আগে দলত্যাগ করার আগে পর্যন্ত পরিবেশ ও বন দপ্তরের দায়িত্বে ছিলেন রাজীব ব্যানার্জি। তিনি ২০২০-এর আগে সেচমন্ত্রীও ছিলেন। রাজীবকে বনমন্ত্রী করার সময় শুভেন্দুকে সেচমন্ত্রী করা হয়। নতুন সরকার এসেছে মাত্র কয়েকদিন হল। স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় যে দুই দলত্যাগী, তা বোঝাই যাচ্ছে। তিনি বলেন, ‘সব বাঁধ ভাঙে কী করে? বিদ্যাধরী নদীর বাঁধগুলি সমস্তটাই ভেঙে গিয়েছে। আমফানের পরেও টাকা দেওয়া হয়েছে। তবে কি সমস্ত টাকাই জলে যাচ্ছে? এই নিয়ে তদন্ত হবে।

 

বাঁধ ভেঙে যাওয়ায় অনেক গ্রামেই জল ঢুকে ভিটেমাটি ছাড়া হয়েছেন অনেকেই অনেককেই ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে সেই ত্রাণ নিয়ে বেশ কিছু জায়গায় গোলমাল হয়েছে তবে মুখ্যমন্ত্রী বলেন বাঁধ যদি এই ভাবে না ভাঙত তবে এতকিছু হতই না। প্রাথমিকভাবে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি টাকা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

 

Leave a Reply

error: Content is protected !!