Monday, November 4, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘এনআরসি’র নাম করে একজনকেও তাড়াতে দেবো না, অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‘এনআরসি’র নাম করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া, মানুষকে তাড়িয়ে দেওয়া চলবে না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধার কার্ড, জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে বলতে গিয়ে তিনি বলেন, “আমরা একটা মানুষকেও তাড়াতে দেবো না।”

আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে মোদী সরকারকে টার্গেট করে মমতা বলেন, “এবার যদি ওরা নির্বাচনে জিতে যায় তাহলে গ্যাসের দাম এক হাজার থেকে বাড়িয়ে ১৫০০/২০০০ টাকা  করে দিতে পারে। এই তো দিল্লির অবস্থা! আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না।”

মমতা বলেন, “সম্প্রতি ‘আধার কার্ড’ কেড়ে নেওয়ার (নিষ্ক্রিয়) চেষ্টা হয়েছিল। আমরা  তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে দেবো না। এটা পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচন আসলে ‘ক্যা’ করবে। কিন্তু ৫ বছর তাকে বিদেশি হয়ে যেতে হবে। অনেকদিন সে নাগরিক থাকবে না। নাগরিক না থাকলে রেশন পাবে কীভাবে?”

Leave a Reply

error: Content is protected !!