Friday, March 29, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

প্রতি দু’মাস অন্তর দিল্লি যাবেন মমতা, গণতন্ত্র বাঁচাতে একজোট হওয়ার ডাক তৃণমূলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পাঁচ দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে ফের বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, “গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও। গণতন্ত্রকে বাঁচাতে একজোট হতে হবে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে লড়াই চলবে। ” একইসঙ্গে প্রতি দু’মাস অন্তর দিল্লি যাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি।

 

শুক্রবার দিল্লি ছাড়ার আগে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী জোটের আগামী রূপরেখা এঁকে দেন তিনি। বলেন, “দেশকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে। তাই একজোট হয়ে লড়াই হবে। বহু বিরোধী নেতার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছে, কথা হয়েছে। কোভিড নিয়মের জন্য সংসদের সেন্ট্রাল হলে যেতে পারিনি। তাই অনেকের সঙ্গে দেখা হয়নি।” মূল্যবৃদ্ধিকে ইস্যু করে বিজেপিকে কোণঠাসা করতে বিরোধীদের লাগাতার আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “দেশবাসীর অবস্থা খারাপ। কেন্দ্র সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে।”

 

মনে করা হয়েছিল এই সফরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু বাস্তবে তা হয়নি। সেই প্রসঙ্গে এদিন বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “এবার ওঁদের সঙ্গে দিল্লিতে দেখা হয়নি। ওঁরা কেউ তো যোগাযোগ করেননি। তবে যখন বাংলায় গিয়েছিলেন তখন কথা হয়েছে। কৃষক আন্দোলনের পাশেই আছি আমি।”

পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীকেও জানিয়েছি। তাঁকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।”  তিনি এদিনও ভ্যাকসিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Reply

error: Content is protected !!