দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইসলাম অবমাননার দায়ে অভিযুক্তকে ভরা আদালতকক্ষে ঢুকে গুলি করে খুন করল এক যুবক। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে। ঘাতকের নাম খালিদ খান।
পুলিশ অফিসার আজমত খান জানিয়েছেন, তাহির শামিম আহমেদ নামে বিচারাধীন অভিযুক্ত নিজেকে ইসলামের পয়গম্বর বলে ঘোষণা করেছিলেন।
এর ফলে বছর দুয়েক আগে ধর্মদ্রোহিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। এদিন আদলতকক্ষে আচমকা গুলিবিদ্ধ তাহিরের হাসপাতালে পাঠানোর আগেই মৃত্যু হয়।