Friday, March 14, 2025
দেশফিচার নিউজ

দেশভাগের ডাক! ভারত থেকে স্বাধীনতা ঘোষণা মণিপুরের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারত থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের বিচ্ছিন্নতাবাদীরা। মণিপুরের মহারাজার তরফে এক প্রতিনিধি দল প্রবাসী সরকার গঠনের ডাক দিয়েছেন। মহারাজা সানাজাওয়বার পক্ষ থেকে এই ঘোষণা করেছেন রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন ও রাজ্য পরিষদের বিদেশ ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবম সামারজিত। যদিও গোটা ঘটনায় ‛বিস্মিত’ বলে জানিয়েছেন মণিপুরের রাজা। পাশাপাশি তিনি এমন কোনও নির্দেশ দেননি বলেও জানিয়েছেন।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে স্বঘোষিত মনিপুর স্টেট কাউন্সিলের পররাষ্ট্র মন্ত্রী নারেংবাম সমরজিত বলেন, লন্ডনে বসেই প্রবাসী সরকার মনিপুরের স্বীকৃতি আদায়ে রাষ্ট্রসঙ্ঘে তৎপরতা চালাবে। তিনি বলেন, ‘আমরা এখানে বসেই প্রবাসী সরকারের কার্যক্রম চালাবো।’ এসময় তিনি মনিপুরের স্বাধীনতার ঘোষণা দেন। প্রসঙ্গত, ১৯৪৭ সালের ১৪ অগস্ট ইংরেজরা মণিপুরের রাজার হাতে শাসনভার তুলে দিয়েছিল। তার দু’বছর পরে মণিপুর ভারতের অংশ হয়।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!