নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইন, এনআরসি ও সিএএ-র প্রতিবাদে ফের উত্তাল হল শহর কলকাতা। এদিন মিছিল ও সমাবেশ করে মোদী সরকারের জনবিরোধী কালা কানুনের তীব্র প্রতিবাদ জানানো হয়। দিল্লির দাঙ্গা নিয়েও এদিনের সমাবেশ থেকে ধিক্কার জানানো হয়।
গান্ধিমূর্তি পাদদেশে অনুষ্ঠিত আজকের এই সমাবেশে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন ‛গুলি মারো’ স্লোগানের বিরুদ্ধেও জোরালো আওয়াজ তোলা হয়। নাগরিক সমাজ ও বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে আজকের এই সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী, বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায়, বিশিষ্ট কবি প্রসূন ভৌমিক, এসআইও-র রাজ্য সভাপতি ওসমান গনি, জামিয়া কো-অর্ডিনেশন কমিটির আসিফ ইকবাল, জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা আব্দুর রফিক প্রমুখ।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps