দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আগামী ২৪ আগস্ট এলাহাবাদ হাইকোর্টে ডাঃ কাফিল খানের শুনানি। শুনানি উপলক্ষে আজ বিকেল সাড়ে পাঁচটায় ট্যুইটারে একটি ট্রেন্ড চালানোর আবেদন করেছেন কাফিল খানের স্ত্রী সাবিস্তা খান। তিনি সবাইকে আজ ৫টা ৩০ মিনিট থেকে #JudgmentDayForDrKafeel লিখে ট্যুইট করার আবেদন জানিয়েছেন।