দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রথম দিনে বাংলাদেশকে ১৫০ রানে গুড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের বিশাল লিড নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের ১ উইকেটে ৮৬ রান নিয়ে শুক্রবার ফের ব্যাটিংয়ে নামে ভারত। ৩৭ ও ৪৩ রানে ব্যাটিংয়ে নামেন মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পুজারা। শুরুতেই আবু জায়েদ রাহীর বলে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নেন পুজারা। ঠিক তার পরের ওভারেই রাহীর বলে ৫৪ রান করে আউট হন পুজারা।
![](https://i0.wp.com/doiniksamachar.com/wp-content/uploads/2019/11/IMG_20191115_183814.jpg?resize=300%2C200&ssl=1)
পুজারা ফিরে যাওয়ার পর বিরাট কোহলিকেও সাজঘরে পাঠান রাহী। এরপর আজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক আগরওয়াল। অন্যদিকে নিজের ২১তম ফিফটি পূর্ন করেন রাহানে।
![](https://i0.wp.com/doiniksamachar.com/wp-content/uploads/2019/11/IMG_20191115_183047.jpg?resize=300%2C239&ssl=1)
অর্ধশতক হাঁকানোর পর রাহীর চতুর্থ শিকারে ধরা পরেন রাহানে। তার আগে ৯টি চারের সাহায্যে ৮৬ রান করেন রাহানে। অন্যদিকে দুরন্ত ব্যাটিং করে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মায়াঙ্ক আগারওয়াল।
![](https://i0.wp.com/doiniksamachar.com/wp-content/uploads/2019/11/IMG_20191115_182715.jpg?resize=300%2C225&ssl=1)
অবশেষে ৩৩০ বলে ২৮টি চার ও ৮টি ছক্কায় ২৪৩ রান করে ফেরেন মায়াঙ্ক। মিরাজের বলে ক্যাচ আউট হন তিনি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ব্যর্থ হন। মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর দিনের শেষ বিকালে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান রবিন্দ্র জাদেজা ও উমেশ যাদব।
![](https://i0.wp.com/doiniksamachar.com/wp-content/uploads/2019/11/IMG_20191115_183037.jpg?resize=300%2C200&ssl=1)
দুজনে মাত্র ১৯ বল খেলে ৩৯ রান তুলে নেন। ৬ উইকেটে ৪৯৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের লিড ৩৪৩ রান। হাতে আছে আরও ৪ উইকেট। ৬০ ও ২৫ রানে অপরাজিত রয়েছেন রবিন্দ্র জাদেজা ও উমেশ যাদব।
![](https://i0.wp.com/doiniksamachar.com/wp-content/uploads/2019/11/IMG_20191115_182901-1.jpg?resize=300%2C300&ssl=1)
বাংলাদেশের হয়ে ২৫ ওভারে ১০৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন রাহী। এছাড়া একটি করে উইকেট নেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন