দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে মায়াবতীর দল এখন বেশ কোণঠাসা। অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সঙ্গেও নেই তেমন ভাল সম্পর্ক। তাই নিজের অস্তিত্ব বাঁচাতে উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে জোট করার কথা ঘোষণা করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। সমাজবাদী পার্টিকে হারাতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তার দল, এমনটাই বলেন তিনি। ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে অস্তিত্ব বাঁচাতেই বেহেনজির এই ডিগবাজি বলে মনে করছে রাজনীতিমহল।
We have decided that to defeat SP candidate in future MLC elections in UP, we will put all our force & even if we have to give our vote to BJP candidate or any party candidate, we'll do it: BSP Chief Mayawati https://t.co/DCfn2d5GYa pic.twitter.com/Ly92wIHpSQ
— ANI (@ANI) October 29, 2020
মায়াবতী বলেন, “আমরা ঠিক করেছি আসন্ন বিধান পরিষদের নির্বাচনে আমরা সমাজবাদী পার্টির বিরোধিতা করব। যে কোনও মূল্যে ওদের দ্বিতীয় প্রার্থীকে হারাব। আর সেজন্য যদি আমাদের বিজেপিকে ভোট দিতে হয়, সেটাই দেব।”