Friday, April 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ওদিকে কৃষকরা ঠাণ্ডায় শুয়ে আছেন, এদিকে লাইট অ্যান্ড সাউন্ডে তাল ঠুকছেন প্রধানমন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোমবার বছরের উজ্জ্বলতম চাঁদ দেখা গিয়েছে। তবে দিল্লি সীমান্ত, যেখানে জাতীয় সড়ক ও তার আশপাশে হাজার হাজার কৃষক তাঁদের দাবি দাওয়া নিয়ে ঠাণ্ডায় শুয়ে রয়েছেন, সেখান থেকেও কি এতোটাই উজ্জ্বল দেখা গিয়েছে চাঁদ? কে জানে!

কাশীতেও যেন চাঁদ দেখা যায়নি। কার্ত্তিক পূর্ণিমার রাতে বারাণসীতে দেব দীপাবলির উদযাপন হয়। মানে দেবতাদের দীপাবলি। গঙ্গার সব ঘাট জুড়ে প্রদীপ জ্বালানো হয়। এ বারও হল। কিন্তু সোমবার সেই দীপের আলো এবং চাঁদের আলোকেও যেন ম্লান করে দিয়েছে, গোলাপি, হলুদ সহ বহুবর্ণের সব স্টেজ লাইট ও স্কাই লাইটের আলো।

গম গম করে ‘ওম নমঃ শিবায়’ গান হচ্ছে। আর প্রধানমন্ত্রী সম্ভবত একটি বজরায় দাঁড়িয়ে তাল ঠুকছেন। কখনও বা অন্য নৌকোর দিকে হাত নাড়ছেন। পরে সন্ধ্যায় আবার সারনাথে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ড দেখেছেন প্রধানমন্ত্রী। সর্বজন হিতের কথা বলেন বর্তমান প্রধানমন্ত্রী। কিন্তু দিল্লির শীতে কৃষকদের শুয়ে থাকার ছবির পাশে প্রধানমন্ত্রীর এই ছবি অনেকের চোখেই দৃষ্টকটূ ঠেকেছে।

তাঁদের মনে হয়েছে, প্রধান সেবকের মধ্যে কোথাও যেন স্পর্শকাতরতার অভাব রয়েছে। হতে পারে বারাণসীর অনুষ্ঠান পূর্ব নির্ধারিত ছিল। যে হেতু নির্দিষ্ট দিনে ও লগ্নে অনুষ্ঠান, তাই পিছনোরও অবকাশ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সেই উদযাপনের ছবি শেয়ার করা কতটা সমীচিন ছিল প্রশ্ন উঠেছে তা নিয়েও।

 

Leave a Reply

error: Content is protected !!