Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

পদ্মশ্রী পেলেন লঙ্গর বাবা, গত দু’দশক ধরে খাবার তুলে দিচ্ছেন গরীবের মুখে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৮০ সাল থেকে চালু করেছিলেন গরীবকে খাওয়ানো। এখন প্রতিদিন কমপক্ষে ২ হাজার মানুষ খাবার পান তাঁর লঙ্গরখানা থেকে। প্রচারের আলোয় না থাকা সেই লঙ্গরবাবাই এবার পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন।

২০১৫ সালে তিনি তাঁর যাবতীয় সম্পত্তি বিক্রি করে দেন। ১.৬ কোটি টাকায় বিক্রি হয় তাঁর সম্পত্তি। আর তা নিয়েই আরও জোর কদমে নিজের লক্ষ্যে এগিয়ে চলা শুরু করেন। তাঁর লঙ্গরখানায় মানুষে মানুষে কোনও ভেদ নেই। একটাই পরিচয় সকলের– তাঁরা মানুষ।

গত দু’দশক ধরে গরীব মানুষের মুখে খাবার তুলে দিয়ে আসছেন জগদীশলাল আহুজা। গরীবদের হাতে হাতে খাবার তুলে দেওয়াতেই তাঁর আনন্দ। নিজের নামে তাঁকে কম মানুষই চেনে। আসলে জগদীললাল আহুজা সকলের কাছে লঙ্গর বাবা নামেই পরিচিত।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!