Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

তাচ্ছিল্য, বাঁকা কথা জয় করে ৩ ফুট ২ ইঞ্চির আরতি আজ দক্ষ আইএএস অফিসার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগ্যতার কাছে উচ্চতা কিছুই না। প্রমাণ করেছেন আরতি ডোগরা। এই মুহূর্তে সোশ্যাল সাইটে সেনসেশন তৈরি করেছেন দেশের এই আইএএস আধিকারিক, যার কারনে তিনি খবরের শিরোনামে।

আরতির বাবা সেনাবাহিনীর কর্নেল। মা ছিলেন স্কুলের প্রধানশিক্ষিকা। শারীরিক দিক থেকে আরতি বাকি পাঁচ জন শিশুর মতো হবেন না, শৈশবেই বলে দিয়েছিলেন চিকিৎসক। চিকিৎসকের কথা মতো উচ্চতা থেমে গিয়েছে ৩ ফুট ২ ইঞ্চিতেই। কিন্তু আরতির মেধাকে আটকে রাখা যায়নি।

প্রথম প্রথম স্কুলে নানা কটূক্তিতে কষ্ট পেতেন আরতি। কিন্তু পরে সেই কষ্টকেও জয় করে ফেলেন তিনি। স্কুলের পরে দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন আরতি। স্নাতকোত্তর করতে চলে যান দেহরাদূন।

২০০৬-এ আইএএস অফিসার হন আরতি। ইতিমধ্যেই রাজস্থানের অজমেঢ়, বিকানের, জোধপুর এবং বুঁদির জেলাশাসক হয়ে কাজ করেছেন আরতি। একইসঙ্গে দক্ষ এবং জনপ্রিয় প্রশাসক হিসেবে পরিচিত তিনি।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!