Tuesday, April 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

৪ জানুয়ারি ফের বৈঠক! কৃষি আইন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একদিন, দুইদিন করে পেরিয়ে গেছে ১ মাসের বেশি সময়। দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন চলছে লাগাতার। কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলনে নেমেছে দেশের ৪০টির বেশি কৃষক সংগঠন। কিন্তু এখনও তাদের দাবি মেটেনি।

আগামী ৪ জানুয়ারি ফের একবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার কথা কৃষকদের। আর সেই বৈঠকেই এই সমস্যার সমাধান চান কৃষকরা। নইলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। এই কথা জানিয়েছেন রাজনীতিবিদ যোগেন্দ্র যাদব। কৃষকদের হয়েই এই বার্তা দিয়েছেন তিনি। শুক্রবার ৪০টি কৃষক সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিঙ্ঘু সীমান্তে একটি সাংবাদিক সম্মেলনে যোগেন্দ্র বলেন, “সরকার এখনও আমাদের দুটো দাবি অর্থাৎ তিনটি কৃষি আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। আমরা আন্দোলনের তীব্রতা আরও বাড়াব। যদি ৪ জানুয়ারির বৈঠকে কোনও সমাধান সূত্র না বের হয় তাহলে ৬ জানুয়ারি জিটি-কার্নাল রোডে ট্র্যাক্টর র‍্যালি বের করব আমরা। যদি সরকার আমাদের দাবি মেনে না নেয় তাহলে আগামী সপ্তাহে শাহজাহানপুর সীমান্ত থেকে দিল্লির দিকে যাত্রা শুরু করব আমরা।”

Leave a Reply

error: Content is protected !!