Tuesday, April 16, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

উগ্ৰ হিন্দুত্বের চরম মূল্য, কুয়েত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ৮ লাখ ভারতীয়কে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উগ্ৰ হিন্দুত্বের চরম মূল্য দিতে চলেছে ভারত। তাও দেশে নয়, বিদেশে। আর, মূল্য চোকাবে গরিব ভারতীয় পরিবারগুলি, যাদের বাড়ির সন্তানেরা পরিবারের ভরণপোষণের জন্য মা-বাবা, স্ত্রী-পুত্র পরিজন ছেড়ে মধ্যপ্রাচ্যের নানা দেশে রয়েছেন। সমুদ্রে ভাসমান হিমশৈলের যেমন চূড়াটা শুধু দেখা যায়, আপাতত এই সঙ্কটের চূড়াটাই শুধু দেখা গিয়েছে। তাতেই স্পষ্ট হয়েছে, কুয়েত থেকে ৮,০০,০০০ ভারতীয়কে রুজি রোজগার হারিয়ে দেশে ফিরে আসতে হবে।

ইতিমধ্যে কুয়েতের সংসদে অনুমোদিত নতুন অভিবাসন নীতিতে আট লাখ ভারতীয়ের, বিশেষ করে যারা কম শিক্ষিত ও অদক্ষ শ্রমিক হিসাবে গিয়েছিলেন, ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। মে মাসের প্রথম সপ্তাহের দিকে কুয়েত প্রথম পর্যায়ে, সঠিক অভিবাসন নীতি না মেনে সেই দেশে কাজ করতে যাওয়া বিদেশিদের ফেরাচ্ছিল। সাধারণ ক্ষমা প্রকল্পে বলা হয়েছিল, যারা বেআইনিভাবে এসেছেন, তারা স্বীকারোক্তি দিলে কুয়েত সরকার সমস্ত আইনী নথি তৈরি করে বিনা খরচে তাদের দেশে ফেরাবে। সেই প্রস্তাবে ২৩, ৫০০ জন সাড়া দেন, যাদের অনেকেই ছিলেন ভারতীয়।

লকডাউনের পর তাঁদের অনেকেই ফিরেছেন। নতুন অভিবাসন নীতি প্রসঙ্গে বিজেপি-আরএসএস সমর্থকদের ইসলাম-বিরোধী প্রচারকে কুয়েত সরকার উল্লেখ করেনি। বলেছে, বিশ্বে তেলের দাম হ্রাস এবং করোনায় অনেক বিদেশির মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত। ছোট্ট দেশ কুয়েত কুয়েতিদের সংখ্যা মাত্র ১৩ লাখ। সেখানে অভিবাসী আছেন ৩০ লাখ। অর্থাৎ , অভিবাসী সহ কুয়েতে বসবাসকারী ৪৩ লাখের ৭০ শতাংশই বিদেশি। কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ আল-খালিদ আল-সাবাহ জানিয়েছেন, ‛অভিবাসীদের সংখ্যা ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে আনা হবে। এক ধাক্কায় কমানো হবে না, ধীরে ধীরে। এবার ৭০ শতাংশ আছে, পরের বার হবে ৬৫ শতাংশ।’

কুয়েতি সংসদের স্পিকার মারজৌক আল-ঘামিম কুয়েতি টিভিকে বলেছেন, ‛৩৪ লাখ অভিবাসীর মধ্যে ১৩ লাখ তো অশিক্ষিত। এরা ঠিকমতো লিখতে পড়তে জানে না। কুয়েতের এমন অভিবাসীদের দরকার নেই। অদক্ষ শ্রমিক আমদানি না করে ডাক্তার বা দক্ষ শ্রমিকদের চাকরি দেওয়ার একটা অর্থ হয়। এর থেকে বোঝা যাচ্ছে, নীতি রূপায়নে কোথাও একটা গোলমাল হয়েছিল। ভিসার কারবারিরা এইভাবে সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে।’ ভারতবাসীর দুশ্চিন্তার কারণ সেখানেই। কুয়েতে কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি, ১৪.৫০ লাখ। কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে, এরপর থেকে কুয়েতের মোট কুয়েতি জনসংখ্যার ১৫ শতাংশ ভারতীয়কে কাজের অনুমতি দেওয়া হবে। ফলে, বর্তমান কর্মরত ভারতীয়ের সংখ্যা ৮ লাখ কমাতে হবে।

এই খবর সংবাদমাধ্যমে গুরুত্ব দিয়ে ছাপা হয়নি। ফলে, জনমানসে এখনও বড় আলোড়ন তোলেনি, কিন্তু বিচলিত কেন্দ্রীয় সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‛কুয়েতের বিদেশ মন্ত্রকে ভারত তার উদ্বেগের কথা জানিয়েছে।’ ‛কুয়েতের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ভাল এবং সাধারণ মানুষের স্তরে গভীরে প্রোথিত। আমরা আমাদের আকাঙ্খার কথা জানিয়েছি এবং আশা করছি পরবর্তী সিদ্ধান্তের সময় কুয়েত সেটা মনে রাখবে,’ বলেছেন অনুরাগ। কুয়েতের ভারতীয় দূতাবাস সূত্রে প্রকাশ, ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রীয় তেল কোম্পানির মতো কুয়েতে সরকারি চাকরিতে আছেন ২৮,০০০ ভারতীয়। আর প্রায় সোয়া পাঁচ লাখ ভারতীয়, চাকরি করেন নানা বেসরকারি সংস্থায়।

চাকুরিরত ভারতীয়দের পোষ্য ও ‛ডিপেণ্ডেন্ট’ আছেন ১.১৬ লাখ ভারতীয়, যার মধ্যে ৬০,০০০ জন এখানকার ২৩টি ভারতীয় স্কুলের ছাত্র। ভারতীয়দের রোজগারের অংশ (রেমিটেন্স) হিসাবে প্রতি বছর দেশে আসে ৪৮০ কোটি ডলার, যা ভারতের বিদেশি মুদ্রাভাণ্ডারকে স্ফীত করে। ভারতে প্রতি বছর আসা রেমিটেন্সের একটা বড় অংশই দেয় কুয়েত। উল্লেখ্য, কয়েকমাস আগেই সংযুক্ত আরব আমিরশাহির রাজকুমারী হেন্দ আল কাসিমি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাঁর দেশে ‛৩৫ লাখ ভারতীয় কাজ করেন। কেমন লাগবে, যদি আমিরশাহিতে হিন্দুদের ঢুকতে না দেওয়া হয়। আমাদের দেশ থেকে বছরে প্রায় ১৪০০ কোটি ডলার রোজগার করে নিয়ে যান ভারতীয়রা, হঠাৎ যদি সেটা বন্ধ হয়, তাহলে কী হবে?’

কুয়েতের সিদ্ধান্তের পিছনে কয়েক মাস আগে আরব দুনিয়ার মহিলাদের তীব্র ক্ষোভের উড়িয়ে দেওয়া যায় না। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর একটি পুরনো ট্যুইটে আরবের মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্যে বিরক্ত আরব মহিলারা, যার প্রভাব পড়ে আরবের সব দেশে। আমীরশাহীর রাজ পরিবারের মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সূর্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। কুয়েতের ইনস্টিটিউট অফ ল’ অ্যাণ্ড লিগ্যাল স্টাডিজ’এর মেজব আল-শ্রিকা লেখেন, ‛ভারতের সঙ্গে আরব দুনিয়ার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার। আপনি কি আরব মহিলাদের অপমান করার অধিকার দিয়েছেন আপনাদের সংসদীয় ব্যক্তিদের? আশা করি, নোংরা মন্তব্যের জন্য তেজস্বী সূর্যের বিরুদ্ধে আপনি শান্তিমূলক ব্যবস্থা নেবেন।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!