Thursday, February 6, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

মায়ানমারে সেনা অভ্যুত্থান, গ্রেফতার সুচি, এক বছরের জন্য জরুরী অবস্থা জারি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গত তিন দিন ধরে জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা মায়ানমারের সামরিক বাহিনীর সমর্থনে ইয়াঙ্গনের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আসছে। ক্ষমতা হারালেন মায়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান আং সান সু চি। দেশটির সেনাবাহিনী ইতিমধ্যে গ্রেফতার করেছে সু চি ও সে দেশের প্রেসিডেন্ট উইন মিন্ট সহ একাধিক নেতাকে। দেশে এক বছরের জন্য জরুরী অবস্থা জারি করা হয়েছে।

মায়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি পার্টি সোমবার জানিয়েছে যে, তাদের নেতা আং সান সু চি জনগণকে এই সেনা অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, “সামরিক বাহিনীর এই পদক্ষেপ দেশকে আবারো স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেয়ার পদক্ষেপ।”

বিবৃতিতে এনএলডি নেতা সু চির নাম উল্লেখ করে বলা হয়, “আমি জনগণকে এটি মেনে না নেয়ার আহ্বান জানাচ্ছি। তাদের প্রতিক্রিয়া জানাতে এবং আন্তরিকভাবে এই সামরিক পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি।”

 

 

Leave a Reply

error: Content is protected !!