Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অসমে ‘বিদেশি’ তকমায় ভুগছেন লক্ষাধিক ভারতীয়, ফের প্রমাণ মিলল বিজেপি সরকারের তথ্যে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমে ডি-ভোটার ও বিদেশি চিহ্নিত হওয়ায় প্রচুর ভারতীয়কে দিনের পর দিন ভুগতে হচ্ছে। অভিযোগটা অনেক দিনের। বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের তথ্যে ফের প্রমাণ মিলল তার।

শীতকালীন অধিবেশনের প্রথম দিন বিধায়ক আমিনুল ইসলাম, আবদুর রশিদ মণ্ডলের প্রশ্নের জবাবে রাজ্য সরকার জানায়, চলতি বছরে ৩১ জুলাই পর্যন্ত অসমের ১০০টি ফরেনার্স ট্রাইবুনালে ৪,৩৪,৬৫৪টি বিদেশি সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। তার মধ্যে ২,২০,৮৩৩টিতে রায়দান হয়েছে। ১,৩৪,৮১০ জনকে বিদেশি চিহ্নিত করা হয়েছে। আর ভারতীয় ঘোষিত হয়েছেন ১,১৬,০৩৫ জন।

এই লক্ষাধিক ভারতীয়কে সব প্রমাণ থাকা সত্বেও বছরের পর বছর হেনস্থার মুখে পড়তে হয়েছে। লড়তে হয়েছে মামলা। খরচ করতে হয়েছে প্রচুর অর্থ। ভারতীয় হয়েও বিদেশি ‘তকমা’ নিয়ে বেঁচে থাকার মানসিক গ্লানি তো বাড়তি পাওনা।

Leave a Reply

error: Content is protected !!