Thursday, April 25, 2024
Latest Newsদেশফিচার নিউজ

আজ ফের বৈঠক! মোদী সরকারের সঙ্গে ‛সপ্তম’ বৈঠকে আইন রদেই অনড় চাষিরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পরপর ৬ বার, বৈঠক করে মেলেনি কোনও ফল। আজ বুধবার মোদী সরকারের সঙ্গে সপ্তম দফার বৈঠকে বসবেন কৃষকরা। বৈঠকে বসার ২৪ ঘন্টা আগে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কৃষক নেতারা।

মঙ্গলবার কেন্দ্রকে লেখা চিঠিতে তাঁরা জানিয়েছেন, নির্দিষ্ট চারটি বিষয়ে কথা বলতে যাচ্ছেন তাঁরা। যার মধ্যে প্রথমটিই হল, তিন কৃষি আইন রদ করার প্রক্রিয়া। অর্থাৎ, আইন যে ফেরাতেই হবে, সেই দাবি থেকে এক পা-ও পিছু হটার প্রশ্ন নেই।

সঙ্গে বাকি তিনটি বিষয় হল, ফসলের ন্যূনতম দাম বা এমএসপি-র আইনি গ্যারান্টি, দিল্লির দূষণ রুখতে খড় পোড়ানোর জন্য চাষিদের বিরুদ্ধে কড়া শাস্তির আইনে সংশোধন এবং বিদ্যুৎ আইন সংশোধনী বিল প্রত্যাহার। কৃষক নেতারা কৃষিসচিব সঞ্জয় আগরওয়ালকে চিঠিতে একথা জানিয়েছেন।

কিন্তু কৃষক নেতাদের ঠিক করে দেওয়া আলোচ্যসূচি মেনেই যে আলোচনা হবে, এমন প্রতিশ্রুতি দেননি কৃষিসচিব। কথা দেননি কৃষি আইন প্রত্যাহারের ‘প্রক্রিয়া’ নিয়ে কথা বলার বিষয়েও। তাই এ বারের বৈঠকও কতখানি ফলপ্রসূ হবে, সে বিষয়ে প্রশ্নচিহ্ন থাকছেই।

Leave a Reply

error: Content is protected !!