দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অসমের বিজেপি সরকারের স্বাস্থ্য ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি মন্তব্য করেছেন সংখ্যালঘুদের সন্তানসন্ততি কম হলে তাদেরই মঙ্গল। অসম সরকারের দুই সন্তান নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে ওই মন্তব্য করেন হিমন্ত। উল্লেখ্য, অসমের বিজেপি সরকার ঘোষণা করেছে, কারও দুয়ের বেশি সন্তান হলে আর সরকারি চাকরি করার অধিকার থাকবে না।
আরও পড়ুন : দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি নয়, ঘোষণা করল অসমের বিজেপি সরকার
হিমন্ত বলেন, ‛সরকারি কর্মচারীদের ভাবতে হবে তাঁরা চাকরি রাখবেন, না দুয়ের বেশি সন্তান চাইবেন। সরকারের এই নীতির সঙ্গে সংখ্যাগুরু বা সংখ্যালঘু সম্প্রদায়ের আলাদা করে কোনও সম্পর্ক নেই।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‛সংখ্যালঘুদের এ ব্যাপারে বোঝানো ও সচেতন করা সবার দায়িত্ব যে ছেলেপুলে কম হলে তাঁদেরই মঙ্গল।’ উল্লেখ্য, অসমের আগে দুটি রাজ্য ইতিমধ্যেই দুই সন্তান নীতি প্রবর্তন করেছে। ওই দুই রাজ্য হল মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
উনি নিজেই ওনার আম্মাজানের অষ্টম(৮)সন্তান।
—আর কিছু বলার আছে?