Latest Newsরাজ্য

ক্লাসে ব্যবহার করা যাবেনা মোবাইল, প্রাইমারি শিক্ষকদের জন্য নির্দেশিকা জারি বীরভূমে

ছবি :প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : স্কুলে শিক্ষার গুণগত মান ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলের শিক্ষকদের ক্লাসের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা সংসদ। এই নির্দেশিকা জারি হওয়ার পর প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষকদের হাতে তা পৌঁছে দেওয়া হয়েছে।

প্রায় সময়েই ক্লাসের মধ্যে বারবার শিক্ষকদের ফোন বেজে ওঠে। ফলে ক্লাস করানোর ক্ষেত্রে সমস্যা হয়। পড়াশোনায় বাচ্চারাও অমনযোগী হয়ে যেতে পারে। তাই ক্লাসে মোবাইল ব্যবহারে প্রাইমারি শিক্ষকদের জন্য এই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ৩১ শে অক্টোবর এই নির্দেশিকা জারি করেছেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সদ্য নিযুক্ত চেয়ারম্যান ড. প্রলয় নায়েক। ওই নির্দেশিকায় স্কুলে প্লাস্টিক ব্যবহার কমানোর কথাও বলা হয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!