দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সবচেয়ে বেশি মেয়াদের অকংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে বাজপেয়ীর রেকর্ড ভাঙলেন নরেন্দ্র মোদী। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকরা, তাঁদের তালিকায় চতুর্থ স্থানটি অর্জন করলেন নরেন্দ্র মোদী। তাঁর আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং।
জওহরলাল নেহরু ক্ষমতায় ছিলেন ১৭ বছর। তাঁর মেয়ে ইন্দিরা গান্ধী দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১১ বছর। মনমোহন সিংও দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর কার্যকালের মেয়াদ ১০ বছর। অকংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটলবিহারী বাজপেয়ী। এদিন তাঁর রেকর্ড ভাঙলেন মোদী। আর কোনও অকংগ্রেসি প্রধানমন্ত্রী তাঁর মতো এতদিন ক্ষমতায় থাকতে পারেননি।

























